মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদকে সয়লাব বগুড়া

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বগুড়া শহরের অলিগলিতে চলছে মাদক সেবন ও মাদকের বেচাকেনা। গত এক মাসে মাদক বিরোধী অভিযানে ডজন ডজন মাদক কারবারি পুলিশী জালে ধরা পড়লেও থেমে নেই মাদক কারবারিদের তৎপরতা।

জামিনে জেলমুক্ত হয়েই এরা আবার শুরু করে একই কারবার। বগুড়ার মাদক বিক্রেতা সংখ্যা নেহাতই কম নয়। ঝুঁকি সত্বেও অতি মুনাফার আশায় এই ব্যবসা ছাড়তে চায়না কেউ। বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় বাসস্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড সংলগ্ন চিপা গলির মধ্যে চলে মাদক সেবন।

সরেজমিনে দেখা যায়, চেলোপাড়া রনি ডেকোরেটরের গলিতে প্রকৃতির ডাক সারতে গিয়ে তারা মাদক সেবন করছে। দেখা গেছে সেখানে ডজন ডজন ফেন্সিডিলের বোতল পড়ে আছে। একই চিত্র এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের নির্জন এলাকায়। এছাড়া জেলা পরিষদ মার্কেটের পাশে দোতলায়, বাসস্ট্যান্ড এলাকায়, রেললাইনের ওপর, নদীর কিনারায়ও একই চিত্র দৃশ্যমান। চেলোপাড়া ছাড়াও শহরের ৫০টি স্পটে পবিত্র রমজান মাসেও থেমে নেই মাদক কেনাবেচা। বগুড়া সদরের ওসি সেলিম রেজা জানান, এ বিষয়ে পুলিশের তৎপরতা থেমে নেই। অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির সঙ্গে সংগতি রেখেই মাদক নির্মূলের করার চেষ্টা করছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন