করোনায় মৃত্যুতে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একাধিক রাজ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী দিল্লিতে লকডাউন জারি করেছে রাজ্য সরকার। মহারাষ্ট্র সরকারও একই পথে হাঁটার পরিকল্পনা করছে। কিন্তু মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য ওয়াল এখবর জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। তাহলে লকডাউনের প্রশ্নই উঠবে না, নাইট কারফিউও জারি করতে হবে না, যদি আমরা সকলে মিলে করোনা বিধি মেনে চলি।
জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে টিকাদান কর্মসূচি জোরদার করার পক্ষে জোর দিয়ে তিনি আরও বলেন, বিশ্বে সবচেয়ে সস্তায় ভ্যাকসিন পাওয়া যায় ভারতেই। তাই ভারতের ভ্যাকসিনের চাহিদা বিশ্বজুড়ে। সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাদান চলবে। রাজ্যগুলোতে দ্রুততার সঙ্গে ভ্যাকসিন পাঠাতে হবে। এক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সমন্বয় অত্যন্ত জরুরি।
এছাড়া তিনি দেশের অক্সিজেনের ঘাটতি মেটানো, হাসপাতালের বেড বাড়ানো ও ওষুধ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন।
প্রসঙ্গত, আগামী ১ মে থেকে ভারতে গণটিকাদান কর্মসূচি শুরু হবে। পাশাপাশি খোলা বাজারেও করোনার টিকা পাওয়া যাবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন