শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতখানে ১০ লাখ টাকার বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১০:৪৭ এএম

দৌলতখানে ১০ লাখ টাকার বাগদা চিংড়ির রেনু পোনাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের পাতার খাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।’

গোপন সংবাদের ভিত্তিতে ও পুলিশের সহযোগীতায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এগুলো জব্দ করে। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পৌরসভা পাতার খাল মাছঘাট নামকস্থানে মঙ্গলবার রাত সড়ে ৯টার দিকে ১০টি ব্যারেলে করে বাগদা চিংড়ির রেনু পোনা পাচার করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পিকআপ থেকে ৪লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সাইফুর রহমান চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে উপজেলা মেঘনা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়।’

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জানান, ‘জব্দ বাগদা চিংড়ির রেনু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করে দেওয়া হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মহুয়া আফরোজ, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহফুজ হোসাইন , থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) বজলার রহমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন