শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম টেস্ট ১ম দিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১১:২০ এএম | আপডেট : ১২:২১ পিএম, ২১ এপ্রিল, ২০২১

 

উইকেটে সবুজ ঘাসের আচ্ছাদন। আছে বোলারদের বাড়তি সহায়তার আভাসও। তবু চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝক্কি এড়াতে টসে জেতার পর ব্যাট করারই সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মুমিনুল হক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সফর যেন বাকি দুই ফরম্যাটেও বিভীষিকার মুখে দাঁড় করিয়ে দিয়েছিল বাংলাদেশকে। সেই দুঃসময়কে পেছনে ফেলার লক্ষ্যেই সিরিজের প্রথম টেস্টে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।

শেষ কিছু দিনে পারফর্ম্যান্স নিয়ে কম আলোচনা সমালোচনা হচ্ছে না বাংলাদেশ দলের। কিন্তু আজও তার কোনো পরিবর্তন হয়নি। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বুধবার দিনের শুরুতে বিশ্ব ফার্নান্দোর বলটা দারুণভাবে ভেতরে ঢুকে সাইফ হাসানের প্যাডে আঘাত হানলেও প্রথমে আউট দেননি আম্পায়ার কুমারা ধর্মসেনা। পরে রিভিউতে সফলতা পায় শ্রীলংকা। শেখ খবর পাওয়া পযর্যন্ত বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৪০ রান করেছেন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন