বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবা, হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ২:১০ পিএম

রাজশাহী সীমান্তে বর্ডারগার্ড অভিযান চালিয়ে ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন, ১৯০ পিচ ভারতীয় ইয়াবা এবং ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাজশাহী ব্যাটালিয়ন এর অধীনস্থ বিদিরপুর, খানপুর এবং খরচাকা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন, ১৯০ পিচ ভারতীয় ইয়াবা, ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২টি ব্যাগ উদ্ধার করা হয়। এসময় আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬৪ হাজার ২২০ টাকা।

তিনি জানান, অভিযানে বিজিবি উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করা যায়নি। মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন