আমার স্বামীর আপন বড় ভাইয়ের পরিবার আমার স্বামীর ভরণপোষণে আমাদের সাথে একত্রে আমাদের ঘরে থাকেন। আমার স্বামী কী আমার ও উনার যাকাতের টাকা দিয়ে তার দরিদ্র ভাতিজা (রোজগারের উপযোগি এখনো হয়নি) কে আলাদা বসবাসের জন্য ঘর তৈরি করে দিতে পারবেন?
উত্তর : পারবেন। কারণ, ভাই-ভাতিজাকে যাকাত দেওয়া যায়। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ। প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। inqilabqna@gmail.com
শরীয়া ভিত্তিক ইসলামি ব্যাংকে প্রতি মাসে ইস্কুল পড়ুয়া সন্তানের হিসাবে পাঁচ হাজার টাকা জমা রাখি। গত ডিসেম্বরের হিসাবে এক লাখ সাতান্ন হাজার টাকা।চলতি রমজান পর্যন্ত আরও বিশ হাজার টাকা জমা করি।জাকাত দিতে হবে কিনা। দিলে কি হিসেবে দিব।জানানোর জন্য অনুরোধ করিতেছি।
মন্তব্য করুন