বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘সাউন্ড অফ মেটাল’-এর জন্য রিজ আহমেদ ড্রামস বাজানো এ সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

‘সাউন্ড অফ মেটাল’ ফিল্মে ক্রমে শ্রবণ প্রতিবন্ধী হয়ে যাওয়া হেভি মেটাল ড্রামার রুবেন স্টোনের ভূমিকায় অভিনয় করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রিজওয়ান ওরফে রিজ আহমেদ। এই ভূমিকার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটা মনোনয়ন পেয়েছেন। পেশাগতভাবে তিনি একজন মিউজিসিয়ান হলেও তাকে রুবেন চরিত্রটির জন্য কয়েক মাসের প্রস্তুতি নিতে হয়েছে বলে তিনি জানান। অভিনয়ে পাশাপাশি তিনি একজন র‌্যাপ মিউজিসিয়ান, আর ‘সাউন্ড অফ মেটাল’ ফিল্মে তাকে অভিনয় করতে হয়েছে হেভি মেটাল ড্রামারের ভূমিকায়। চরিত্রটির জন্য তাকে সাইন (ইশারা) ল্যাঙ্গুয়েজ এবং ড্রামস বাজান শিখতে হয়েছে। “আমি সাত মাস ধরে ড্রামস বাজানো ও সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি। আমি কাজ পাগল মানুষ। আমি ছকে কাজ করতে পছন্দ করি। নিজেকে পাগলের মত আমি নিয়ন্ত্রণে রাখি,” রিজ বলেন। এক সাক্ষাতকারে রিজ বলেন ড্রামস বাজাবার সময় তার মুখের একধরণে অদ্ভুত অভিব্যক্তি প্রকাশ পেত, চিত্রায়নের একদিন আগে তিনি তা আবিষ্কার করেন। “মাত্র একদিন আগে আমি তা আবিষ্কার করি যে বাজাবার সময় আমার মুখভঙ্গি অদ্ভুত হয়ে যাচ্ছে। আমার মনে হল, ‘কেউ আমাকে বিষয়টি ধরিয়ে দিল না কেন?’,” অভিনেতা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন