বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে বর্ণবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে : কমলা হ্যারিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

আমেরিকাতে পদ্ধতিগত বর্ণবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালত কর্তৃক কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। হোয়াইট হাউজে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমেরিকাতে পদ্ধতিগত বর্ণবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আজ আমরা স্বস্তির দীর্ঘশ্বাস অনুভব করছি। তবুও, এই রায় কষ্টকে পুরোপুরি সরাতে পারে না। আমাদের এখনো সিস্টেমের সংস্কার করা বাকি রয়েছে। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের প্রধান আসামি মিনিয়াপলিস শহরের বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে। পাশাপাশি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি। মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালতে এ রায় পড়ে শোনান জুরি বোর্ডের বিচারকরা। ২০২০ সালের মে মাসে জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে আরোপিত তিনটি অভিযোগ ‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যা, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যা এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যা সবগুলোই প্রমাণিত হয়েছে। এখন তাকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদন্ডাদেশ দেওয়া হতে পারে। আইন অনুযায়ী ‘দ্বিতীয় ডিগ্রী’ অনিচ্ছাকৃত হত্যার জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদন্ডাদেশ, ‘তৃতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ২৫ বছরের কারাদন্ড এবং ‘দ্বিতীয় ডিগ্রি’ হত্যার জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ড বা ২০ হাজার ডলার জরিমানা করা হতে পারে। সিএনএন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন