শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফ্লয়েডের পরিবার ও তার ছয় বছরের মেয়ে জিয়ান্না ফ্লয়েডের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার তিনি ফ্লয়েডের মেয়েকে সান্ত¡না দিয়ে বলেন, ‘বাবা তোমার দিকে তাকাচ্ছে, সে খুবই গর্বিত। তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছে।’ এছাড়া পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ বলে মন্তব্য করেছেন বাইডেন। মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। হোয়াইট হাউজে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জর্জ ফ্লয়েডের হত্যাকান্ড সম্প‚র্ণ দিনের আলোতে হয়েছে। এমন পদ্ধতিগত বর্ণবাদের দৃশ্য পুরো বিশ্বকে অন্ধ করে দিয়েছে। পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ। এই ধরনের নির্বোধ হত্যা যথেষ্ট হয়েছে, আর নয়।’ এ সময় যাদের অবদানের কারণে আদালত এই রায় শোনাতে পেরেছে তাদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, ‘মোবাইলের মাধ্যমে ফ্লয়েডের হত্যাকান্ডের দৃশ্য ধারণ করা নারী এবং অপরাধীর বিরুদ্ধে প্রমাণাদি সংগ্রহ করা অফিসারদেরও ধন্যবাদ। জেগে ওঠার পরই কৃষ্ণাঙ্গ মানুষদের জীবন হারাতে হবে এমন শঙ্কা তাদের আর করতে হবে না।’ কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আজকের রায় সেই বার্তাই প্রেরণ করে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের সেই কথাগুলো (মৃত্যুর আগ মুহ‚র্তে জর্জ ফ্লয়েড বলেছিলেন- আমি শ্বাস নিতে পারছি না) শুনতে হবে। আমাদের অবশ্যই মুখ ফিরিয়ে নেয়া উচিত নয়, আমরা আর মুখ ফিরিয়ে নিতে পারি না। পরিবর্তন শুরু করতে হবে।’ সিএনএন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন