মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জিম্বাবুয়েকে পার্থক্য বোঝাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে গত সপ্তায়ে উঠেছিলেন শীর্ষে। টি-টোয়েন্টিতেও নিজেকে চূড়ায় নিয়ে যাওয়ার মঞ্চ জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্সে এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় পাকিস্তান অধিনায়ক জায়গা করে নিয়েছেন দুইয়ে। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ক্যারিশমা দেখাতে পারলেন না পাকিস্তান অধিনায়ক। মাত্র ২ রান তুলেই ফিরে যান। তবে খালি হাতে ফেরেনি তার দল। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১১ হারে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী দল।
পাকিস্তানের করা সাত উইকেটে ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল। গতকাল টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। পাকিস্তানের হয়ে ঝড়ো শুরু করেন মোহাম্মদ রিজওয়ান। অন্য প্রান্তে তাকে সহায়তা করার মতো কেউ না থাকায় নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারী দল। দ্বিতীয় ওভারে দুই রান করে ফিরে যান বাবর আজম। পাওয়ার প্লের পরই ১৩ রানে বিদায় নেন ফখর জামানও। ১০ ওভার শেষ হওয়ার আগে পাকিস্তান হারায় অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে।
সেখান থেকে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন রিজওয়ান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৬১ বলে ৮২ রান করে এক ছক্কা ও ১০টি চারে। তার ব্যাটের দেড় শ ছুঁইছুঁই স্কোর পায় পাকিস্তান।
মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারায় জিম্বাবুয়েও। তৃতীয় উইকেটে ওপেনার তিনাশে কামুনহুকামোয়েকে নিয়ে বিপদ সামাল দেন অভিজ্ঞ ক্রেইগ আরভাইন। আরভাইনের ব্যাট থেকে আসে ৩৪ আর কামুনহুকামোয়ে করেন ২৯। ৫৬ রান যোগ করার পর ভাঙে এই জুটি।
তাদের বিদায়ের পর দ্রæত আরও দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। শেষ দিকে জংওয়ে চেষ্টা করেন একা লড়াই করার। কিন্তু তার ২৩ বলে ৩০ রানের ইনিংসে ব্যবধানই কমাতে পারে জিম্বাবুয়ে। হার এড়াতে পারেনি।
পাকিস্তানের হয়ে উসমান কাদির ২৯ রানে তিনটি আর মোহাম্মদ হাসনাইন ২৭ রানে দুই উইকেট নেন।
অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন রিজওয়ান। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে একই ভেন্যুতে।
চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলে বাবর র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ। ৪৭ রেটিং পয়েন্ট পেয়ে টপকে যান অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চকে। ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আগের মতোই আছেন ইংল্যান্ডের দাভিদ মালান। বাবরের রেটিং পয়েন্ট ৮৪৪। নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে আছেন চারে ও ভারতের বিরাট কোহলি পাঁচ নম্বরে।
জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচে পারফর্ম করে আবারও শীর্ষে ফেরার সুযোগ রয়েছে পাক দলপতির। গত বছরের নভেম্বরে জায়গাটি তিনি মালানের কাছে হারিয়েছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (15)
Masud Rana ২২ এপ্রিল, ২০২১, ১:০৫ এএম says : 0
মূলত রিজওয়ান ও বোলারদের নৈপুণ্যে জিতল পাকিস্তান।
Total Reply(0)
রুবি আক্তার ২২ এপ্রিল, ২০২১, ১:০৫ এএম says : 0
পাকিস্তানের জন্য শুভ কামনা রইলো।
Total Reply(0)
মোঃ নাজমুল ইসলাম ২২ এপ্রিল, ২০২১, ১:০৭ এএম says : 0
আশা করা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচে পারফর্ম করে আবারও শীর্ষে ফেরার সুযোগ পাচ্ছে পাক অধিনায়ক।
Total Reply(0)
বদরুল সজিব ২২ এপ্রিল, ২০২১, ১:০৭ এএম says : 0
পাকিস্তান দল অনেক ভালো খেলেছে।
Total Reply(0)
কুদ্দুস তালুকদার ২২ এপ্রিল, ২০২১, ১:০৮ এএম says : 0
বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে একাই লড়াই করলেন মোহাম্মদ রিজওয়ান। দারুণ এক ফিফটিতে এই ওপেনার পাকিস্তানকে এনে দিলেন লড়াই করার পুঁজি। পরে বোলারদের মিলিত চেষ্টায় প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে বাবর আজমের দল। শুভ কামনা পাকিস্তানের জন্য।
Total Reply(0)
মো হানিফ ২২ এপ্রিল, ২০২১, ৬:৫২ এএম says : 0
বাবর আজম সময় এর সেরা
Total Reply(0)
Hasan ২২ এপ্রিল, ২০২১, ৭:২৯ পিএম says : 0
সিরিজটা ৫ ম্যাচের। কিন্তু সাংবাদিক ভাই লিখলেন তিন ম্যাচের!!!
Total Reply(1)
maruf ২২ এপ্রিল, ২০২১, ৮:২৮ পিএম says : 0
its a 3 match series bro....not 5 match.
Imran ২২ এপ্রিল, ২০২১, ৭:২৯ পিএম says : 0
Tha best player rejwan in pakistan
Total Reply(0)
Hasan ২২ এপ্রিল, ২০২১, ৭:৩০ পিএম says : 0
ম্যাচ হবে ৫ টি।
Total Reply(0)
H M AK Azad ২৩ এপ্রিল, ২০২১, ৪:১৩ এএম says : 0
আশা করি বর্তমান বিশ্বের অন্যতম সেরা বাবর আজম আগামী দুই ম্যাচ দারুন খেলবে এবং সে সাথে সে তার আগের জায়গাই ফিরে যাবে..! আই মিন নাম্বার ওয়ান হবে টি-টোয়েন্টিতেও
Total Reply(0)
Azim mia ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩৫ এএম says : 0
Congrachulation pakistan I love cricket for pakistan team
Total Reply(0)
MD:Rakibul Islam ২৩ এপ্রিল, ২০২১, ১০:৪৬ এএম says : 0
অভিনন্দন
Total Reply(0)
মাহমুদুল হাসান ২৩ এপ্রিল, ২০২১, ৩:০৩ পিএম says : 0
আসিফ আলি এবং হায়দার আলিকে কেন দলে রাখা হয়।শুধু কি ১১ জন পূর্ণ করার জন্য।
Total Reply(0)
Tushar ২৩ এপ্রিল, ২০২১, ৯:১৬ পিএম says : 0
Pakistan has been defeated by Zimbabwe in 2nd T20 match
Total Reply(0)
Tushar ২৩ এপ্রিল, ২০২১, ৯:১৭ পিএম says : 0
Pakistan has been defeated by Zimbabwe in 2nd T20 match.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন