বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ -খাদ্যমন্ত্রী

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, আমরা যদি আর ২০ লাখ মেট্রিক টন চাল উৎপাদন করতে পারি তাহলে আমরা খাদ্য উৎপাদনে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে যেতে পারব। ১৬ কোটি মানুষের এই বাংলাদেশে এখন আর চাল আমদানি করতে হয় না। আমরা চাল বিদেশে রফতানি করছি। শ্রীলংকায় আমরা একবার চাল রফতানি করেছি। আমরা বিশ্বে চাল রফতানির বাজার খুঁজছি। ১০ টাকা কেজি ধরে চাল বিতরণ কর্মসূচিতে সরকারের ভর্তুকী যাবে ২ হাজার কোটি টাকার বেশি। যা প্রায় ২২শ’ কোটি টাকা। এটা কোন ভর্তুকি নয় এটা সাধারণ মানুষের প্রাপ্য ও অধিকার। এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারনায় ১০ টাকা কেজি ধরে চাল খাওয়ানোর কথা বলেছিলেন। আজকে সেই অঙ্গীকার তিনি পুর্ণ করলেন। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দ্যেশ। আগে বিদেশীরা বাংলাদেশকে তলাবিহীন ঝুরি বলতেন। কিন্তু এখন তারা বাংলাদেশ সম্পর্কে নানা প্রশংসা করছেন। কৃষকদের এখন আর সারের জন্য প্রাণ দিতে হয়না। আগামীতে দেশের দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে খাদ্য দ্রব্য নিরাপদে রাখার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। যে প্রকল্পের আওতায় সাধারণ মানুষ তাদের খাদ্য দ্রব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাটির উপরে কিংবা নীচে পাত্রের মধ্যে নিরাপদে রাখতে পারবে। তিনি গতকাল শনিবার দুপুরে কোনাখোলা খাদ্য গুদামের সামনে কেরানীগঞ্জের ১৯ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ১০টাকা কেজি ধরে চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য অধিপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ জজ মিয়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন