কক্সবাজার শহরে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য ও মাস্ক পরিধান না করায় জুয়েলার্স সেলুন ও বোরকার দোকানিসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
জরিমানাকরা ব্যবসা প্রতিষ্ঠানসমূহ হলো- পানবাজার সড়কের চৌধুরী জুয়েলার্স ৫০০, প্রবাল ধর ১,৫০০, বড় বাজারের বোরকা বাজার ৫০০, মেসার্স কুতুব স্টোর ৫০০, মেসার্স রাকিব এন্টারপ্রাইজ ৫০০, আপন টাওয়ারের কার্বন স্টোর ৫০০ ও বাহারছড়া বাজারের রুবেল সেলুন ৫০০ টাকা।
দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে।
পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর, সাদিয়া সুলতানা, মুনমুন পাল, সৈয়দ জাদীব মাহবুবা মঞ্জুর মৌনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন