বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যে কারণে ভ্যাকসিন নিলেও মার্কিন নাগরিকদের ভারত সফরে নিষেধাজ্ঞা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৫:২৬ পিএম

সারা ভারতজুড়ে ভয়ংকর রূপ নিয়েছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা বিশ্বের সকল রেকর্ডকে ছাপিয়ে গেছে। এমন অবস্থায় এবার ভারত সফরের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র। -দ্য হিন্দু, দ্য হিন্দুস্তান টাইমস

এমনকী, ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও ভারতে যেতে নিষেধ করা হয়েছে মার্কিনিদের। ভারতে এই মুহূর্তে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখেড় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে যোগাযোগ বিছিন্ন করার পরামর্শ দিল মার্কিন প্রশাসন। মার্কিন সিডিসি জানিয়েছে, যদি কেউ সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েও থাকেন, তাহলেও তার ভারতে না যাওয়াই ভাল। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ করোনা ভ্যাকসিনপ্রাপ্ত কোনও ব্যক্তিও নিরাপদ নয়। যেভাবে স্ট্রেন ছড়াচ্ছে তাতে সকলের ভারত সফর এড়িয়ে চলা উচিত। তবে যদি ভারতে যেতেই হয় তাহলে আগে সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য সংস্থা। এরপরও সবসময় মাস্ক পরা ও ছয় ফুটের সামাজিক দূরত্ব মেনে চলা এবং জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে সিডিসি।

বিশ্বের মধ্যে করোনা আক্রান্তর হিসাবে এখনও প্রথম স্থানেই রয়েছে আমেরিকা। তারপরেই রয়েছে ভারত। এর আগে ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে হংকং। গত সোমবার রাতে ভারতকে ‘লাল তালিকাভুক্ত’ করেছে বরিস জনসনের ব্রিটেন। ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানক জানিয়েছেন, বেশ কয়েকটি দেশের মতো ভারতকেও রেড লিস্ট করা হল। আপাতত ভারত থেকে ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না কেউ। তবে ব্রিটিশ ও আইরিশ নাগরিক যারা ভারতে আছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল হবে। তবে দেশে ফিরলে তাদের সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। আর এবার ভারতকে লাল তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন