শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৬:০২ পিএম

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে রাজশাহীতে তিনজন এবং বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় একজন করে মারা গেছেন।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৫৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ জন মারা গেছেন রাজশাহীতে।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৬ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভাগে নতুন ২১১ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৭২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৬০৯ জন। এদের মধ্যে ২৬ হাজার ৪২১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪৫৬ জন কোভিড-১৯ রোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন