বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে কয়লা তৈরির ৫টি চুল্লি ধ্বংস, দুই মালিককে দুই মাসের কারাদন্ড

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৮:৫১ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে স্থাপন করা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির পাঁচটি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ইউএনও। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নজুনবাগ এলাকায় স্থাপিত ওই কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার দুই মালিককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ কাজ। তাই কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারখানার মালিক বাবলু সাহা ও লিটন মিয়াকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন