শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রতিদিন ১৭ শিশু নিখোঁজ ইউরোপে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৩ এএম

ইউরোপীয় দেশগুলো থেকে গত দুই বছরে অন্তত ১৮ হাজার অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে। গড় হিসেবে প্রতিদিন প্রায় ১৭ শিশু এই অঞ্চল থেকে নিখোঁজ হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এসব শিশু নিখোঁজ হয়েছে। এসব শিশুদের অধিকাংশই গত তিন বছরে মরক্কো থেকে এসেছিল। তবে এই তালিকায় আলজেরিয়া, ইরিত্রিয়া, গিনি ও আফগানিস্তান থেকে যাওয়া শিশুও রয়েছে। এসব শিশুদের ৯০ শতাংশ ছেলে এবং প্রতি ছয় জনের মধ্যে মাত্র এক জনের বয়স ১৫ বছরের বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ২৭টি দেশ থেকে নিখোঁজ অভিবাসী শিশুদের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে নরওয়ে, মলদোভা, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য থেকে সরবরাহ তথ্যগুলো অসম্প‚র্ণ ও অসামঞ্জস্যপ‚র্ণ। এছাড়া স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড শুধুমাত্র ২০১৯ সাল পর্যন্ত তথ্য সরবরাহ করেছে। এর মানে হচ্ছে, নিখোঁজ শিশুদের প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি। গার্ডিয়ান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন