শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিধানসভা নির্বাচন

গুলি-বোমাবাজির উত্তাপেই কাটল ষষ্ঠ দফা ভোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

করোনা কাঁপুনির মধ্যেই গতকাল ভোটের লাইনে দাঁড়ায় পশ্চিমবঙ্গ। বাকি কয়েকদফার মতো উত্তেজনার আবহেই মিটেছে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর জেলায় ভোটগ্রহণ হয়। ভোট ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়ায়। কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে মাথা ফেটেছে তার। চোপড়ায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। কেতুগ্রাম, আমডাঙায় বোমাবাজির অভিযোগ উঠেছে। বাগদায় পুলিশের গুলিতে তিন গ্রামবাসী জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে।
এদিকে করোনাভাইরাসের বাড়বাড়ন্তর মাঝে বাংলা সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদি। আজ রাজ্যে নির্বাচনী প্রচারে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এদিন মালদা, মুর্শিদাবাদ, ভবানীপুর, কলকাতা দক্ষিণ, মল্লিকপুর, বীরভ‚ম এবং সুরিতে সভা করার কথা ছিল তার। কিন্তু ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই কলকাতায় বড় সভা বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় জমায়েত বাতিল করেছে বামেরাও। বাংলায় প্রচার কর্মসূচি বাতিল করার কথা ঘোষণা করেছেন রাহুল গান্ধী। কিন্তু কিছুদিন আগেই বিজেপি-র তরফে জানানো হয়েছিল, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে মোদির সভায়। সেইসঙ্গে নমোর নির্বাচনী কর্মসূচিতে কাটছাঁট করা হতে পারে, জানানো হয়েছিল দলের তরফে। কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছিলেন, ‘পিএমও’র নির্দেশ মেনে প্রধানমন্ত্রীর সভায় বদল করা হয়েছে। সামাজিক দুরত্ববিধি মেনেই সভার আয়োজন করা হবে’। কিন্তু এবার সেই সভা বাতিলই করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে তিনি জানিয়েছেন, ‘দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এই জন্য কাল (শুক্রবার) আমি পশ্চিমবঙ্গের প্রচারসভা বাতিল করছি’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন