লকডাউনে গত এক সপ্তাহ পুলিশের কড়াকড়ি সিলেটে থাকলেও দশম দিনে শুক্রবার (২৩ এপ্রিল) সড়কগুলো বেশিরভাগই রয়েছে ফাঁকা। একই সাথে রাজপথে রাখা পুলিশের চেকপোস্টের বাঁশ থাকলেও পুলিশ নেই। বিচ্ছিন্নভাবে নগরীতে চলছে সিএনজি অটোরিকশা ও রিকশা।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে নগরীর রাস্তা কালিঘাট, বন্দরবাজার, চৌহাট্টা, মদিনা মার্কেট ও আম্বরখানা এলাকা সহ বেশ কিছু এলাকা রয়েছে ফাঁকা। তবে নগরীতে দেখা গেছে টহল দিতে পুলিশকে। এছাড়া নগরীর অলি গলিতে ভাসমান পণ্য বিক্রেতাদের তৎপরতা নেই বললেই চলে। তবে গুরুত্বপূর্ণস্থানে দেখা গেছে হকারদের। লকডাউনের দশম দিনে মহানগরের সবকটি কাঁচাবাজার, মুদির দোকান ও ওষুধের দোকান খোলা থাকলেও বিপণীবিতান, মার্কেটসহ বন্ধ রয়েছে সকল ফ্যাশন হাউজ। মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নগরীতে টহল পুলিশের কার্যক্রম চলছে। থানা পুলিশের পাশপাশি ট্রাফিক পুলিশ মাঠে নিরলস ভাবে মামলা, আটক ও জরিমানা করে যাচ্ছে। সাথে করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে মেনে চলতে হবে সরকারের নির্দেশনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন