বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় মোবাইল সিম চোর সন্দেহে কিশোরকে নির্যাতন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ৩:১৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার হোগলপাতি বাজারে মোবাইল চোর সন্দেহে সানাউল (১৩) নামে কিশোরকে লোমহর্ষক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহত কিশোর সানাউল এর মামা শহিদুল ইসলাম (৩৬) বাদি হয়ে শুক্রবার সকালে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। আসামীরা হলো, উপজেলার হোগলপাতি গ্রামের মৃত. আঃ সামাদ হাজীর ছেলে ওষুধ ব্যববসায়ি সোহাগ (২৬), মেয়ে দুলু (৩২) ও ছোমেদ মাতুব্বরের ছেলে বেল্লাল (৩০)। সানাউল হোগলপাতি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
গুরুতর আহত সানাউল জানায়, সে একটি মোবাইল সিমকার্ড কুড়িয়ে পেয়ে এক সপ্তাহ ধরে ব্যবহার করে আসছিল। বুধবার সন্ধার পরে স্থানীয় মৃত. আব্দুস সামাদ মিয়ার ছেলে ওষুধ ব্যববসায়ি সোহাগ ও অন্য দুই জন তার ফার্মেসীতে আটকে রেখে মোবাইল চোর সন্দেহে সানাউলের ওপর নির্যাতন চালায়।
স্থানীয় ইউপি সদস্য মো. জাকিরে হোসেন বলেন, সানাউলের ওপর নির্যাতনের সংবাদ পেয়ে চৌকিদারের সহযোগিতা নিয়ে উদ্ধার করে প্রথমে থানায় পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। তিনি আরও বলেন, যে মোবাইল চুরি করার অভিযোগ করেছে সেটি সোহাগেরও নয়। অহেতুক ছেলেটাকে নির্যাতন করা হয়েছে।
মঠবাড়িয়া থানর ওসি মাসুদুজ্জামান মামলা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন