শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বস্তির খবর : আর বাড়ছে না লকডাউন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ৩:৪৮ পিএম

আজ শুক্রবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আর বাড়ানো হবে না লকডাউনের সময়সীমা। তবে চলাচলে আগের মতো মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে চলমান ‘সর্বাত্মক’ লকডাউন শেষ হচ্ছে ২৮ এপ্রিল মধ্যরাতে।
লকডাউনের মধ্যে কঠোর বিধিনিষেধ থাকায় সংক্রমণের হার ও মৃত্যু কমে আসবে বলে আশাবাদী প্রতিমন্ত্রী। তারপরেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প থাকবে না বলে মনে করেন তিনি।
এদিন মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, সাধারণ মানুষের জীবন-জীবিকার প্রয়োজনে আগামী রোববার থেকে খুলে দেয়া হবে শপিং মল ও দোকান-পাট।
ঈদ সামনে রেখে দেশের অর্থনীতি সচল রাখতে, নিম্ন আয়ের মানুষ জীবন-জীবিকা, সব দিক বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন জন প্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম, ২৮ এপ্রিল পর্যন্ত এটা চলমান থাকুক। কিন্তু আমরা দেখলাম যে, এখানে যারা আছেন- দোকানপাট ও শপিংমলগুলোতে যারা কাজকর্ম করছেন, তাদের সামনে ঈদ। তাদের যে ইনভেস্টমেন্ট- সবকিছু মিলিয়ে তাদের যে মানবিক আবেদন, সবকিছু চিন্তা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’
শপিংমল ও দোকানপাট যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানালেন ফরহাদ হোসেন। বলেন, ‘এখানে শর্ত থাকবে যে, তারা যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, সেটা তারা শতভাগ মেনে চলবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গতবারও ওরা অনেক লুজার হয়েছিল এবং সামনে ঈদ আছে। পয়লা বৈশাখ তো তারা মিস করলেন। অনেক নিম্ন আয়ের মানুষ এ খাতের সঙ্গে জড়িত, কর্মচারী হিসেবে তারা কাজ করেন।
২৮ এপ্রিলের পর আস্তে আস্তে সব খুলতে হবে জানিয়ে তিনি বলেন, ‘দুই সপ্তাহব্যাপী চলাফেরার ওপর যে নিষেধাজ্ঞা তো এখানে, ১৪ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রায় ১১/১২ দিন হচ্ছে। এর মধ্যে কিছুটা সুফল পাওয়া গেছে। কিন্তু জীবন-জীবিকার কথা চিন্তা করে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে তারা খোলা রাখবে।’
লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া কষ্টের জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এটা করছি। কষ্টের সঙ্গেই করতে হচ্ছে। কারণ এটা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আমরা আশা করব, জন সচেতনতার যে জিনিসটা দরকার, যতদিন করোনার পারমানেন্ট সল্যুশন না আসবে ততদিন শতভাগ মাস্ক পরতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (12)
fastboy ২৩ এপ্রিল, ২০২১, ৪:০৭ পিএম says : 4
সরকারের এই আচরণ অত্যন্ত অমানবিক ও দুঃখজনক ‘লকডাউন দিয়ে গরিব মানুষকে আর কষ্ট দিয়েন না।’ সর্বাত্মক কঠোর লকডাউন ‘কাজ নেই খাবো কি’ কথা দিচ্ছি সাহায্য পেলে আমরা আর রাস্তায় বের হবো না।’
Total Reply(0)
শওকত আকবর ২৩ এপ্রিল, ২০২১, ৪:২২ পিএম says : 4
লন্চ গনপরিবহন সব কিছু খুলে দিন।ডবল মাক্ষ পড়া বাধ্যতা মুলক করুন।মানুষের জীবন জীবিকার কথা ভেবে সব খুলে দেওয়া সময়ের সঠিক সিদ্ধান্ত।
Total Reply(0)
Md Redwan Ahmed ২৩ এপ্রিল, ২০২১, ৪:২৮ পিএম says : 3
লকডাউন আর বাড়বেনা হেফাজত ডাউন শেষ এখন মৃত্যুর হারও কমে যাবে
Total Reply(0)
রিসেপ তায়েফ এরদোয়ান ২৩ এপ্রিল, ২০২১, ৪:২৮ পিএম says : 1
কোন দল যেন আন্দোলনের চিন্তা না করে তাহলে কিন্তু করোনা বাড়বে আর গরিবের সংসারে চাকা বন্ধ হবে!!
Total Reply(0)
আহমেদ নাজির ২৩ এপ্রিল, ২০২১, ৪:২৮ পিএম says : 7
গরিব মানুষগুলো একটু স্বস্তি পাবে
Total Reply(0)
Foysal Khan ২৩ এপ্রিল, ২০২১, ৪:২৯ পিএম says : 5
না বাড়াটাই কাম্য। স্বাস্থ্য বিধি মেনে কার্যক্রম পরিচালনা করা উচিত।
Total Reply(0)
আব্দুস সবুর ২৩ এপ্রিল, ২০২১, ৪:২৯ পিএম says : 4
আলেমদের ধরপাকড় শেষ তাই লকডাউন শুরু না হওয়ারই কথা
Total Reply(0)
Tithi Priya ২৩ এপ্রিল, ২০২১, ৪:২৯ পিএম says : 3
করোনা তো এখন জেলে বন্দি, তাই লক ডাউনের প্রয়োজনীয়তা নেই।
Total Reply(0)
MD Shohel Rana ২৩ এপ্রিল, ২০২১, ৪:২৯ পিএম says : 3
বাড়বে ক্যামনে যে কারণে লকডাউন তাতো হাসিল হয়েছেই।
Total Reply(0)
আরিফ হাসান ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩০ পিএম says : 3
বাবুনগরীর কথা সরকার রেখেছে সরকারকে মোবারক বাদ। প্রয়োজনে আলেমদের কল করবেন অবশ্যই তারা থানা উপস্থিত হবে ইনশাআল্লাহ।
Total Reply(0)
Bashir Ahmed ২৩ এপ্রিল, ২০২১, ৪:৩০ পিএম says : 4
যাক আমরা একটা সফল লকডাউন শেষ করতে পারছি।
Total Reply(0)
Mahdi hasan ২৩ এপ্রিল, ২০২১, ৫:৩৩ পিএম says : 4
আলহামদুলিল্লাহ লকডাউন উঠিয়ে দিয়েছে শুনে খুবি ভালো লাগলো কিন্তু এই টা আরো আগে করলেই পরতো.. গত বছর তো ব্যবসায়িকদের প্রচুর লস গেছে এইবার ও একি অবস্থা.. তবে সরকার যদি চেষ্টা করে তাহলে প্রত্যেক ব্যবসায়িকে কিছু হলেও ছাড় দিতে পারে যেমন গতবছর দিয়েছিলেন.. বাড়ি ভাড়া কম নেওয়া তারপর দোকান ভাড়া কম নেওয়া.. এইটা সরকারের কাছে আমার আবেদন থাকবে... দয়া করে সারকার কে এই কথা টা জানিয়ে দিলে ভালো হবে....???????????????? i love Bangladesh ????????????????????
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন