বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাষিদের পাশে ছাত্রলীগ

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

কৃষি শ্রমিক সঙ্কটে দিশেহারা বগুড়ার ধান চাষিদের পাশে দাঁড়ালো ছাত্রলীগ। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে স্বপ্রণোদিত হয়ে পাকা ধান কেটে চাষিদের উঠোনে পৌঁছে দিচ্ছে। ফলে স্বস্তির নিঃশ^াস নিচ্ছেন চাষি পরিবারগুলো। বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বিল নুরুইলের জমিতে লাগানো আগাম জাতের বোরো ধান নিয়ে চরম অনিশ্চয়তায় ছিলেন সবুজ প্রামানিক নামের এক বর্গা চাষি। কারণ বিলের ধান ঘরে তোলতে শ্রমিক পাচ্ছিলেন না তিনিসহ কয়েকশ’ ধান চাষি। এ খবর জানতে পেরে বগুড়া জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজিব সাহা গতকাল শুক্রবার সকালে চলে যান ঘটনাস্থলে।

তার নেতৃত্বে ৩০ জন ছাত্রলীগের কর্মি এক বেলাতেই ৩১ শতক জমির ধান কেটে একবারে সবুজ মিয়ার বাড়িতে পোঁছেদেন তারা।
এই ঘটনায় অভিভূত হয়ে সবুজ মিয়া জানালেন, এখন ঝড়-বৃষ্টি হলেও ধানের সর্বনাশ হবে না। বিঘা প্রতি ৩ হাজার টাকা ও তিন বেলা খাওয়ার বিনিময়েও শ্রমিক পাচ্ছিলেন না তিনি। তাই বড় দুঃশ্চিন্তায় ছিলেন। তবে ছাত্রলীগ কর্মিরা তার এতবড় উপকার করায় তিনি কৃতজ্ঞ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন