বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পানির হাউজ বিস্ফোরণে নিহত ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

ময়মনসিংহের নান্দাইলে পানির নতুন হাউজ বিস্ফোরণে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাঁশহাটি গ্রামে সপ্তাহ খানেক আগে আবদুর রহমান তার নিজ বাড়ির ওঠনের পাশে নতুন মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে পানির হাউজ তৈরি করে। কিন্তুু আরসিসি পিলার ছাড়া ৬ ফুটের ওই পানির হাউজটি কাঁচা অবস্থায় পানি পূর্ণ করে ব্যবহার করছিল বাড়ির লোকজন।
এতে গতকাল দুপুরে প্রতিদিনের মতো হাউজের পানি ব্যবহার করছিল তারা। কিন্তু পানির অতিরিক্ত চাপে হঠাৎ বিস্ফোরণ ঘটায় হাউজের দেয়াল চারদিকে ছিটকে পড়ে।
এতে পাশে থাকা বাড়ির পুত্রবধূ সাওদা আক্তার ঘটনাস্থলে নিহত হয়। আর বাড়ির মালিক আব্দুর রহমান ও দুই শিশু রাব্বী-রুহানকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং আহত দুই শিশুকে ময়মনসিংহ মেডিক্যালে রেফার করেন। নিহত দু’জনের পরিচয় শ্বশুর ও পুত্রবধূ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন