ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব ও বিলাসবহুল গলফ রিসোর্টের মালিক এখন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক মুকেশ আম্বানি। এজন্য তাকে খরচ করতে হয়েছে ৫৯২ কোটি রুপি।
স্টোক পার্ক কিনতে তার খরচ পড়েছে ৭৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৫৯৩ কোটি রুপি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনের বাকিংহামশায়ারের বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্স রিলায়েন্সের কনজিউমার অ্যান্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হলো।
স্টোক পার্কের আয়তন প্রায় ৩০০ একর। এর ভেতরে রয়েছে-বিলাসবহুল হোটেল ও কনফারেন্স সুবিধা। এছাড়াও রয়েছে খেলাধুলার একাধিক উপকরণ। এর ভেতরেই রয়েছে ইউরোপের অন্যতম বড় গলফ কোর্স, টেনিস কোর্স এবং ১৪ একরের বাগান।
এই গলফ কোর্সেই জেমস বন্ড সিরিজের দুটি সিনেমা ‘গোল্ডফিঙ্গার’ ও ‘টুমরো নেভার ডাইস’ এর শুটিং হয়েছিল। এখানেই সম্পন্ন হয়েছে ‘ব্রিজেট জোনসেস ডায়েরি’ এবং নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিনেমার শুটিং। ৯০০ বছরের পুরোনো স্টোক পার্কটি ১৯০৮ সাল পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন ছিল। এতে রয়েছে ৪৯টি বিলাসবহুল বেডরুম, ২৭টি গর্তের গলফ কোর্স। এছাড়াও রয়েছে ১৩টি টেনিস কোর্ট এবং ১৪ একরের বাগান।
তবে এই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে ব্রিটেনের খেলনা প্রস্তুতকারক হ্যামলেসও কিনে নিয়েছিলেন মুকেশ আম্বানি। তারপর এবার তার সম্পত্তিতে জুড়ল এই স্টোক পার্ক। করোনা আবহে ব্যবসায়িক দিক থেকে খুব একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে। এই সময় তার সংস্থায় লগ্নি করেছে ফেসবুক, গুগলের মতো সংস্থা। এছাড়া অন্যান্য ব্যবসাতেও লাভের মুখই দেখেছেন রিলায়েন্স কর্ণধার। বর্তমানে আবার তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি। বর্তমানে তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ৭ হাজার ১৫০ কোটি ডলার। তথ্যসূত্র: জি নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন