শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গজারিয়ায় ২৪০ ফুট দীর্ঘ কাঠের পুল

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দত্তেরচর-ভাষারচর দুই গ্রামের মাঝখানে খালের ওপর নির্মাণ করা হচ্ছে কাঠের পুল। খালটিতে সারা বছর কচুরিপানা জমে থাকে। ফলে এ পথে আসা-যাওয়া পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের চলাচলের সুবির্ধাতে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ উদ্যোগে পুলটি তৈরি করা হয়। যার দৈর্ঘ্য ২৪০ ফুট এবং প্রস্থ ৪ ফুট। বিশ্বব্যাংকের লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-এর অর্থায়ণে গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কাজটি বাস্তবায়ণ করছে। পুলটি তৈরি করতে প্রায় ৬ লাখ টাকা ব্যয় হচ্ছে। পুল নির্মাতা বাস্থবায়ণ কমিটির সভাপতি মো. আলাউদ্দিন মেম্বার বলেন, পুলটিতে নাইজেরিয়া লোহা কাঠ ব্যবহৃদ হচ্ছে এবং টেকসই হবে। স্থানীয় লোকজন মো. মনসুর আলম টিপু, মমিন মেম্বার, তাজুল ইসলাম বলেন, কদমতলী, দত্তেরচর, ভাষারচর ও মতলব উপজেলার কালীর বাজারের সাথে যোগাযোগের একটি সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। পুলটি তৈরি হওয়ায় যোগাযোগ বঞ্চিত চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের যাতায়াত পথ সুগম হল। গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন বলেন, আমাদের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা খুবই খারাব। সামনে বর্ষাকাল। মেঠোপথ থাকলেও অনেক খালের ওপর কোন সেতু নাই। তাই গ্রামীণ মানুষের বর্ষাকালে চলাচলের জন্য আমরা কাঠের পুলের ব্যবস্থা করে দিচ্ছি।

গজারিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপ-প্রকৌশলী মো. মোজাম্মেল হক ভূইয়া বলেন, বর্তমানে আমাদের অফিসে এ ধরনের প্রকল্প নেই। তবে পুলটি হওয়াতে মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন