শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গর্তে পড়ে হাতির মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চা বাগান পাহাড়ের একটি গর্তে পড়ে ১০মাস বয়সি একটি হাতির বাচ্চের মৃত্যু ঘটেছে। বাচ্চাটি দলছুট হয়ে পড়লে নরম মাটির একটি চোরা গর্তে পড়ে যায়। গর্তে আটকে পড়া হাতির শাবকটিকে তুলতে বন্য হাতির দলটি রাতভর চেষ্টা করেও ব্যর্থ হয়।

গতকাল হাতি শাবকটির মৃত্যু হয় বলে বনবিভাগ জানিয়েছেন। পরে বনবিভাগ স্থানীয় প্রাণীসম্পদ বিভাগের প্রতিনিধি গিয়ে হাতি শাবকটিকে মাটি চাপা দেন।

রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, কোদালা চা বাগান এলাকায় আনুমানিক অর্ধশতাধিকের মতো বন্য হাতির দল অবস্থান করছে। লটকোদালা পাহাড় হয়ে রাতের কোন এক সময়ে দলছুট হয়ে হাতি শাবক সম্ভবত পানি পানের জন্য পাশের একটি ঘোনায় নামে। সেখানে ছড়ার একটি চোরা গর্তে আটকা পড়ে হাতি শাবকটি। রাতভর বন্যহাতির দল নিজেরা উদ্ধারের চেষ্টা করে শাবকটিকে। অবশেষে কিশোর হাতিটি মৃত্যু ঘটে। পরে উপজেলা বনবিভাগের কর্মীরা হাতি শাবকটিকে মাটিচাপা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন