শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভয়াবহ অগ্নিকাণ্ডে ইরাকে করোনা হাসপাতালে ২৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৯:৪১ এএম

ভয়াবহ অগ্নিকাণ্ডে ইরাকের একটি করোনা হাসপাতালে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ডজনখানের মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। খবর বিবিসির। শনিবার রাতে রাজধানী বাগদাদের ইবনে খতিব হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, একটি অক্সিজেন ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকেই আগুন লেগে যায়।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এই ঘটনাটিকে "মর্মান্তিক দুর্ঘটনা" উল্লেখ করে এই দুর্ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাধিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

তিনি জানান, উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে পেরেছেন। কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিলেন।

আহত এবং অন্য রোগী যারা আহত হননি তাদেরকে অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, রোববার ভোর নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন