শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নড়িয়ায় রিকশাচালককে ইউএনও’র অনুদান

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর

শরীয়তপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ইনকিলাব অনলাইনে সংবাদ প্রকাশের পর শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেই দিনমজুর রিকশাচালককে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের রিকশাচালককে ৫ হাজার টাকা অনুদান দেন। এছাড়া মেরামতের সম্পূর্ণ খরচ দেয়ার কথা জানান তিনি।

গত বৃহস্পতিবার রোজগারের একমাত্র সম্বল রিকশাটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা শিরোনামে ইনকিলাব অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই সেই রিকশাচালকের পাশে দাঁড়ানোর আশ^াস দেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়।

এ ব্যাপারে ইউএনও জানান, গণমাধ্যমে এ ঘটনাটি জেনে আমি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ ব্যক্তির সাথে যোগাযোগ করি। প্রাথমিকভাবে গতকাল তাকে ৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়াও রিকশাটি মেরামতের পর সম্পূর্ণ টাকা উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রদান করা হবে।

জানা যায়, গত বুধবার রাতে নড়িয়া পৌরসভা ৫নং ওয়ার্ড কলুকাটি গ্রামের দিনমজুর রিকশাচালক হারুন বেপারীর রোজগারের একমাত্র সম্বল রিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দৃর্বৃত্তরা। সংসারের আয়-রোজগারের একমাত্র অবলম্বন রিকশাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে হারুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন