শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৬ পর্যটককে নিয়ে আত্মহত্যা!

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরে তাইওয়ানে এক বাস দুর্ঘটনায় মারা যান বাসচালকসহ ২৬ জন চীনা পর্যটক। পুলিশের গোটা ঘটনাটি তদন্ত করতে জানতে পারে ড্রাইভার নিজে আত্মহত্যা করার জন্য আগুন লাগিয়ে দেন গোটা বাসে। ওই আগুনেই মারা যান বাসের প্রত্যেক যাত্রী। গত জুলাই মাসে সু মিং নামে ওই চালক ২৫ জন চীনা পর্যটককে নিয়ে ওই বাসটি চালাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাস চালক নাকি আকণ্ঠ মদ্যপ অবস্থায় বাসটি চালাচ্ছিলেন। কিছুক্ষণ পরই তিনি নাকি নিজের সিট বাসের থেকে বেরোবার দরজার সামনে মাটিতে গ্যাসোলিন ছড়িয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এর ফলেই কিছু বুঝে ওঠার আগে ঘটে যায় এমন মর্মান্তিক নজিরহীন দুর্ঘটনাটি। ওই চালক যে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তার প্রমাণও এসেছে পুলিশের হাতে। দুর্ঘটনার আগের দিন ফোনের মাধ্যমে চালকের বাড়ির সঙ্গে কয়েকটি কথোপকথনের রেকর্ড ও একটি মেসেজ পুলিশের হাতে আসে। তা থেকেই তারা এই সিদ্ধান্তে আসেন। তবে ওই একদিন নয়, জানা গেছে, ওই চালক প্রতিদিনই মদের নেশায় বুঁদ হয়ে থাকতেন। এছাড়া অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকায় বেশ কয়েকবার সু মিংয়ের নাম পুলিশের খাতায় উঠেছে বলেও জানা গেছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন