শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাবরময় সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

রেকর্ড বইয়ের আরেকটি পাতায় নিজেকে সেরা অবস্থানে দাঁড় করালেন বাবর আজম। টি-টোয়েন্টিতে দ্রæততম ২ হাজার রানের কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক। যে কীর্তি গড়তে পেছনে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন এই কীর্তিটি গড়েন বাবর। ২৬ বছর বয়সী ডানহাতি এদিন ৪৬ বলে ৫ চারে ৫২ রানের ইনিংস খেলেন। এ ইনিংস খেলার পথেই গড়েন দ্রুততম ২ হাজার রানের কীর্তি। বাবর এই রান করতে নিয়েছেন ৫২ ইনিংস। যেখানে কোহলি নিয়েছিলেন ৫৬ ইনিংস। বর্তমানে ৮৪ ইনিংসে ৩১৫৯ রান কোহলির। আর এদিনের ইনিংসে বাবরের রান দাঁড়াল ২০৩৫।

আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলে ১১তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করলেন বাবর। পাকিস্তানের মধ্যে তিনি তৃতীয়। দেশটির হয়ে তার আগে টি-টোয়েন্টিতে ২ হাজার রান করেছেন মোহাম্মদ হাফিজ (২৩৮৮) ও শোয়েব মালিক (২৩৩৫)।

বাবরের রেকর্ডগড়া ম্যাচটা ২৪ রানে জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছিল সফরকারীরা। বাবরের ফিফটি ছাড়াও অপরাজিত ৯১ রান করেন মোহাম্মদ রিজওয়ান। জবাবে ৭ উইকেটে ১৪১ রানে থামে জিম্বাবুয়ে। ৪ ওভারের স্পেলে মাত্র ১৮ রান খরচায় ৪টি উইকেট তুলে নিয়ে হাসান আলি একাই থামিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের প্রতিরোধ। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। আর সিরিজজুড়ে ব্যাটহাতে দুর্দান্ত রিজওয়ান পেয়েছেন সিরিজ সেরার স্বীকৃতি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Aaron Christopha ২৬ এপ্রিল, ২০২১, ১:৩০ এএম says : 0
জিম্বাবুয়ে পাকিস্তান হাড্ডাহাড্ডি লড়াই হয় কারণ দুদলই সমানে সমান কি উত্তেজনা বাবারে বাবা
Total Reply(0)
Rakib HR Hridoy ২৬ এপ্রিল, ২০২১, ১:৩০ এএম says : 0
পাকিস্তান কে হারাবে জিম্বাবুয়ে এটা তোমার বিশ্বাস হয় কিভাবে
Total Reply(0)
Kazi Md Habib Uddin ২৬ এপ্রিল, ২০২১, ১:৩০ এএম says : 0
তবুও জিম্বাবুয়ে খারাপ খেলেনি
Total Reply(0)
অভ্র নীল ২৬ এপ্রিল, ২০২১, ১:৩১ এএম says : 0
পাকিস্তানের উচিত জিম্বাবুয়ের থেকে ক্রিকেট শেখা।
Total Reply(0)
রুবি আক্তার ২৬ এপ্রিল, ২০২১, ১:৩২ এএম says : 0
পাকিস্তানের জন্য শুভ কামনা।
Total Reply(0)
তানিম আশরাফ ২৬ এপ্রিল, ২০২১, ১:৩২ এএম says : 0
অভিনন্দন বাবরকে। অনেক ভালো খেলেছেন। সামনে আরও েএগিয়ে যাও।
Total Reply(0)
সেলিম ২৬ এপ্রিল, ২০২১, ২:৪০ এএম says : 0
ভালো খেলে ছেলেটা। আমাদের যদি এমন একটা প্লেয়ার থাকতো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন