বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বেওয়ারিশ কুকুর-বিড়ালদের খাবার দিন

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

করোনার উচ্চ সংক্রমণরোধে দেশে এখন কঠোর লকডাউন চলছে। ফলে স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ বাহিরে বের হচ্ছেন না। অন্যদিকে কঠোর লকডাউন থাকায় দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টেগুলো কার্যত প্রায় বন্ধ রয়েছে। ফলে রাস্তায় ঘুরে বেড়ানো বেওয়ারিশ, ছিন্নমূল কুকুর ও বিড়ালগুলো অসহায় হয়ে পড়েছে। এসব প্রাণী নিয়মিত খাবার পাচ্ছে না। খাবার না পাওয়ার কারণে অসুস্থ ও রোগাক্রান্ত হয়ে নেতিয়ে পড়েছে। বেওয়ারিশ এসব প্রাণীকে আমাদের বাঁচাতে হবে। কারণ এগুলোও আমাদের পরিবেশের অংশ এবং বাস্তুসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদান। যতটুকু পারা যায় এদের খাবার দিয়ে সাহায্য করা উচিত। আমরা চাইলে আমাদের বাসাবাড়িতে বেঁচে যাওয়া কিংবা উচ্ছিষ্ট খাবার এদের দিতে পারি। মানুষ নিজের খাবার নিজে তৈরি করে কিংবা কারও কাছে চেয়ে খেতে পারে। কিন্তু অবলা প্রাণীগুলো এসবের কিছুই পারে না। তাই সকলেরই উচিত এদের সাহায্যে এগিয়ে আসা।

ডলি আক্তার
মিরপুর, ঢাকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammad Tanvir ২৭ এপ্রিল, ২০২১, ৩:৪৭ পিএম says : 0
very important proposal .We should stand by all creature .Thank you very much ,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন