মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

করোনায় একদিনে দুই আইনজীবীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন আরও দুই আইনজীবী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তারা হলেন সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট নাজমুল হাসান (৭৮) এবং শেখ ইউনুস আলী। গত রোববার পৃথক দু’টি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল জানান, একই দিনে আমরা আরও দুই সিনিয়র সহকর্মীকে হারালাম।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭ এপ্রিল এডভোকেট নাজমুল হাসানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। বারিধারার ডিওএইচএস জামে মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। অ্যাডভোকেট নাজমুল হাসানের বাবা মোহাম্মদ গোলাম মাওলা জেলা ও দায়রা জজ ছিলেন।
অ্যাডভোকেট শেখ ইউনুস আলী করোনায় আক্রান্ত হয়ে রোববার সকালে রাজধানীর আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন