শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভুয়া ফেইসবুক আইডি সম্পর্কে বিএনপির বক্তব্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবারবর্গ এবং মহাসচিবের নাম ব্যবহার করে ভূয়া ফেইসবুক আইডি সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে দলটি। গতকাল সোমবার দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিশেষ স্বার্থান্বেষী মহল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, মেয়ে জায়মা রহমান, মরহুম আরাফাত রহমান কোকো’র সহধর্মিনী শর্মিলী রহমান ও তাঁর মেয়ে জাফিয়া রহমান, জাহিয়া রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অসংখ্য ভূয়া ফেইসবুক এ্যাকাউন্ট, পেইজ ও টুইটার একাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করছে। এই সমস্ত ভূয়া ফেইসবুক, পেইজ ও টুইটার একাউন্টের সাথে তাঁদের কোনও সংশ্লিষ্টতা নেই। তবে উল্লেখ্য যে, বিএনপি মহাসচিবের নামে কেবলমাত্র একটি টুইটার একাউন্ট রয়েছে। ইতোপূর্বে এ বিষয়ে বেশ কয়েকবার গণমাধ্যমের দ্বারা জনগণকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোন মহল তাঁদের নামে ভূয়া ফেইসবুক একাউন্ট খুলে তা অপব্যবহার করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ জনসাধারণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে সর্বসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং এসকল ভুয়া বিভিন্ন এ্যাকাউন্ট থেকে প্রচারিত বক্তব্যে বিভ্রান্ত না হতে এবং তা বিশ্বাস না করতে অনুরোধ করা হচ্ছে। ফেইসবুক কর্তৃপক্ষের নিকট এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন