শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাবমেরিনের সেই নাবিকদের বিদায়ী গানের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১১:২৭ এএম

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে নিখোঁজ নৌবাহিনীর সাবমেরিনে থাকা ৫৩ জন নাবিকের সবাই মারা গেছেন। রোববার সাবমেরিন কেআরআই নাঙ্গালার ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা।

এদিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে, ডুবে যাওয়া সাবমেরিনের নাবিকরা দেশটির একটি জনপ্রিয় গান গাইছেন। কয়েক সপ্তাহ আগে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, নাবিকেরা ‘সাম্পাই জুমপা’ নামে ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় গান গাইছেন, যার মানে, ‘আবার দেখা হবে’।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার আগে এক টর্পেডো মহড়ায় অংশ নিয়েছিল সাবমেরিনটি। তবে এর ডুবে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, নাবিকরা গিটার বাজিয়ে গান গাইছেন। তাদের সঙ্গে সাবমেরিনের কমান্ডার হ্যারি অকটাভিয়ানও রয়েছেন। তাদের গানের কথাগুলো এরকম, ‘যদিও এক্ষুণি তোমাকে বিদায় জানাতে প্রস্তুত নই আমি, কিন্তু তোমাকে ছাড়া বেঁচেও থাকতে পারবো না। তোমার মঙ্গল হোক।’

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র ডিজাওয়ারা হুইমবো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গানটি নৌবাহিনীর একজন কর্মকর্তার বিদায়ী সংবর্ধনার জন্য গাওয়া হচ্ছিল। এ সময় সেটা রেকর্ড করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Tamim Ahamed ২৭ এপ্রিল, ২০২১, ১:১৩ পিএম says : 0
দোয়া করি সবাই যেন,, জান্নাতুল ফেরদাউস লাভ করে,,,আমিন
Total Reply(0)
সাইফুল ইসলাম ২৭ এপ্রিল, ২০২১, ১:১৪ পিএম says : 0
সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি
Total Reply(0)
Marzia Bentay Masud ২৭ এপ্রিল, ২০২১, ১:১৪ পিএম says : 0
Amr kanna chara kichui astece na
Total Reply(0)
Rabbni Rabby ২৭ এপ্রিল, ২০২১, ১:১৫ পিএম says : 0
কত হতভাগা পরিবারের লোকজন যে তাদের লাশ ওও শেষ দেখা দেখতে পেলো না। আল্লাহ তাদের জান্নাত বাসি করুক.
Total Reply(0)
পায়েল ২৭ এপ্রিল, ২০২১, ১:১৯ পিএম says : 0
দু:খজনক ঘটনা
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন