মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতপুরে ১৮ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ২:৫৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে ১৮ জন মাদক সেবী ও ব্যবসায়ীর সর্বচ্চ দুই মাস সহ বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার তারাগুনিয়া এলাকায় আজাদ মন্ডলের মাদকের আস্তানায় অভিযান চালায়। এসময় মাদক স¤্রাট আদাজ মন্ডল (৪২) ও তার সহযোগী স¤্রাট (৩৭) সহ ১৮ জনকে মাদক সহ মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদক স¤্রাট আজাদ মন্ডল ও তার সহযোগী স¤্রাটকে ২ মাস করে কারাদন্ড ও ২ হাজার টাকা করে অর্থদন্ড করা হয় এবং বাঁকী ১৬জনকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালতে অভিযানে থাকা দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, তারাগুনিয়ার মৃত মোশরফ হোসেনের ছেলে আজাদ মন্ডলের মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদক স¤্রাট আজাদ মন্ডল ও তার অন্যতম সহযোগী স¤্রাট সহ ১৮জনকে আটক করে সর্বচ্চ দুই মাস সহ তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন