বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নিজেই নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি : মেহজাবীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ যখন ইউটিউবে ছাড়া হয় তখন এটি কোটি ভিউ অতিক্রম করে। দেশের নাটকের মধ্যে এটিই প্রথম ইউটিউবে কোটি ভিউর ঘর অতিক্রম করে। নাটকে জুটি বাঁধে অভিনয় করেন অপূর্ব ও মেহজাবীন। এরপর থেকে মেহজাবীনের প্রতি নির্মাতাদের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। তাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করেন এবং সেগুলো ইউটিউবে প্রচার করা হয়। এতে মেহজাবীন অভিনীত কোটি ভিউর নাটকের সংখ্যা এখন ২০টিতে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এ রেকর্ড আর কোনো অভিনেত্রীর নেই। মেহজাবীন অভিনীত কোটি ভিউ অতিক্রম করা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে, বড় ছেলে, বুকের বাঁ পাশে, টম অ্যান্ড জেরি, ফটোফ্রেম, মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ, ভাই প্রচুর দাওয়াত খায়, গোলাপি কামিজ ইত্যাদি। এছাড়া কোটির ঘরের দ্বারপ্রান্তে রয়েছে তার আরো ১৪টি নাটক। এমন সাফল্যে মেহজাবীন বেশ উচ্ছ¡সিত। তিনি বলেন, এর মাধ্যমে আমি নিজেই নিজের সঙ্গে প্রতিদ্বদ্ব্নি তা করছি। এর কারণ হচ্ছে, আমি প্রতিটি চরিত্র চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অভিনয় করি। ফলে দর্শকও তা পছন্দ করছে। আজ যা পেয়েছি তা দর্শকের ভালোবাসার কারণেই। মেহজাবীন বলেন, একজন শিল্পী ততদিন বেঁচে থাকেন যতদিন দর্শকরা তাকে ভালোবাসে। আমি তাদের প্রত্যাশা পূরণের জন্য সব সময় নতুন নতুন চরিত্রে অভিনয় করছি। নিজেকে প্রতিটি চরিত্রে ভাঙার চেষ্টা করি। এ ছাড়া আমি কারও সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বাসী নই। নিজের মতো কাজ করতে পছন্দ করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন