শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেটকে দেখে বাবার নাম ভুলে গেল মাস্ক বিহীন পথচারী

কাপ্তাই (রাঙ্গামাটি)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ৩:৪৭ পিএম

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ম্যাজিস্ট্রেটকে দেখে নিজের বাবার নাম ভুলে গেলেন মাস্ক বিহীন এক পথচারী। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলা সদর বড়ইছড়ি বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক বিহীন চলাচল করায় এক পথচারীকে ২০০ টাকা জরিমানা করেন, এইসময় মামলার নথিতে লেখার জন্য তাঁর বাবার নাম বলতে বলায় সে জানালো আমি বাবার নাম ভূলে গেছি, এই মূহুর্তে মনে করতে পারছি না।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এদিন মাস্কবিহীন চলাচলের অপরাধে উপজেলা সদর কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এইসময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ টি মামলায় ৪০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১ টি মামলায় ৫০০ টাকা সহ সর্বমোট ৯০০ টাকা জরিমানা আদায় করেন এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।

এসময় পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজু ইসলাম অভিযানে সহায়তা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন