শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত

আরো ৪ জনের মৃত্যু, ৪৮ ঘন্টায় আক্রান্ত ১৮২

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ৫:০৭ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত থাকার মধ্যেই বুধবার দুপুরের পূর্ববর্তী ৪৮ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যু এবং ১৮২ জনের সংক্রমণের কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এনিয়ে দক্ষিণাঞ্চলে ২৫৭ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হল। ফলে দক্ষিণাঞ্চলে এখন করোনায় মৃত্যু হার দাঁড়াল ১.৭৮%-এ। এপর্যন্ত ৯৪ হাজার ৯৪১ জনের নমুনা পরিক্ষায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪ হাজার ৪০৩ জনে। সনাক্তের গড় হার দাড়িয়েছে ১৫.২৯%। শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসাতাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে গত ৪৮ ঘন্টায় ৯২৬ জনের নমুনা পরিক্ষায় ১৮২ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। আর জলতি মাসের ২৮ দিনে দক্ষিনাঞ্চলে ৩ হাজার ৮০ জন করোনা রোগী সনাক্ত হলেও এসময়ে মারা গেছেন ৪৫ জন। যা পূর্ববর্তি ৪ মাসের আক্রান্ত ও মৃত্যু সংখ্যার বেশী।

গত ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গলবারেই ৪ জনের মৃত্যু হয়েছে। যার দুজনই নরী। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মহানগরীর কলেজ এভেনিউর ৭৫ বছর বয়স্কা এক নারী ছাড়াও সদর উপজেলার কড়াপুর এলাকার ৬৫ বছরের আরো একজন পুরুষ মঙ্গলবারে মারা গেছেন। একইদিনে বরগুনা জেলা হাসপাতালে সদর উপজেলার ২১ বছরের এক যুবা মহিলা ছাড়াও ৬৫ বছরের আরো এক পুরুষ কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

গত ৪৮ ঘন্টায় আক্রান্ত ১৮২ জনের মধ্যে ৬৮ জনই বরিশাল জেলার। যারমধ্যে করেনার হটস্পট মহানগরীতেই আক্রান্তের সংখ্যা ৪৩ জন। আর এ নিয়ে বরিশালে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৩৩ জনের মধ্যে ১০৬ জনের মৃত্যু হল। এরমধ্যে মহানগরীতেই মারা গেছেন ৬০ জনের ওপরে। আক্রান্তের সংখ্যাও নগরীতে সাড়ে ৫ হাজারের মত। এসময়ে করোনা দ্বিতীয় বৃহত সংক্রমনস্থল পটুযাখালীতে ১৫ জন নতুনকরে করোনা সংক্রমিত হয়েছেন। ফলে জেলাটিতে মোট কোভিড রোগী ২ হাজার ৯৮ জনের মধ্যে মারা গেছেন ৫০ জন । জেলাটিতে সংক্রমনের হার ১১.৯১% হলেও মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২.৩৮%।

দ্বীপজেলা ভেলাতে সব শেষে গতবছরের মাঝামাঝি করোনা সংক্রমন শুরু হলেও গত ৪৮ ঘন্টায় ৩৮ জন সহ ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৩০ জনে উন্নীত হয়েছে। মারা গেছেন ২২ জন। জেলাটিতে আক্রান্ত ও মৃত্যু হার যথাক্রমে ১৩.২১% এবং ১.২৭%। পিরোজপুরেও গত ৪৮ ঘন্টায় নতুন ১৩ জন সহ মোট ১ হাজার ৫৭৪ জন কোভিড রোগীর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে আক্রান্তের হার বর্তমানে দক্ষিনাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ ১৮.৪১% এবং মৃত্যু হার ১.৯৭%।

বরিশাল মহানগরীর নিকট দুরের ঝালকাঠীতে গত ৪৮ ঘন্টায় আরো ৪৭ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। এনিয়ে ৪ উপজেলার ছোট এ জেলাটিতে মোট সংক্রমনের সংখ্যা দাড়াল ১ হাজার ২৫৭ জনে, মারা গেছেন ২৪ জন। জেলাটিতে সংক্রমনের হার এখন দক্ষিনাঞ্চলের সর্বোচ্চ ১৯.৭২% এবং মৃত্যু হার ১.৯১%। বরগুনা জেলাতেও গত ৪৮ ঘন্টায় ৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হলেও এসময়ে জেলাটিতে মারা গেছেন দুজন। বরগুনায় এ পর্যন্ত ১ হাজার ২১১ জনের করোনা সংক্রমনের মধ্যে ২৪ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তের হার এ জেলাটিতে দক্ষিনাঞ্চলের সর্বনি¤œ ৯.৯৯% হলেও মৃত্যু হার দ্বিতীয় সর্বোচ্চ ১.৯৮%।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবনুযায়ী গত ৪৮ ঘন্টায় দক্ষিনাঞ্চলে ১৭৯ জন সহ সর্বমোট ১১ হাজার ৬৩৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৮০.৮১%।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন