বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিটিভিতে শতপর্বের গবেষণা সিরিজ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সাংবাদিক ও গবেষক নজরুল ইসলাম বশিরের গবেষণা ও গ্রন্থনায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হয়েছে মুজিববর্ষ বিশেষ গবেষণা সিরিজের শততম পর্ব। ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর অসমাপ্ত যাত্রা’ শিরোনামে এই গবেষণা সিরিজের ১০০তম পর্বে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সর্বশেষ মন্ত্রিপরিষদ বৈঠক সম্পর্কিত দুর্লভ নথিপত্র হুবহু তুলে ধরেণ গবেষক নজরুল ইসলাম বশির। রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর ১৯৭২ সালের প্রথম দিনের কাজ নিয়ে নির্মিত প্রথম পর্বের প্রচার শুরু হয় ২০২০ সালের ১৭ মার্চ। গবেষণায় গত এক বছরে ১০০টি পর্বে তুলে ধরা হয় বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছরের ঐতিহাসিক কাজসমূহের প্রামাণ্য তথ্য, ছবি ও দুর্লভ নথিপত্র। ইতিহাস বিকৃতিরোধে ব্যক্তিদায়বোধ থেকে এই দুর্লভ গবেষণায় আত্মনিয়োগ করেন নজরুল ইসলাম বশির। তার আলোচিত গবেষণা গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ ব্যাংক’ প্রকাশিত হয় ২০১৮ সালে। গ্রন্থটি ২০১৯ সালের ১২ মার্চ হাইকোর্টে গৃহীত, পঠিত ও প্রশংসিত হয়। মুজিববর্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ নামে দুটি মৌলিক গবেষণা গ্রন্থের কাজ শেষ করেন নজরুল ইসলাম বশির।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন