হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার মিটার অবৈধ কারেন্ট জব্দ করেছে নৌ-পুলিশ। পরে জব্দকৃত জালগুলো আগুনে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার হাতিয়ার কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অবৈধ কারেন্ট জাল জব্দের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে সুখচর ইউনিয়নের চরগাসিয়া ও ঢালচর এলাকা থেকে দুই লাখ মিটার কারেন্ট এবং পঞ্চাশ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০হাজার টাকা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম উল্যাহ জানান, জব্দকৃত জালগুলো আগুনে ধ্বংস করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন