বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানের প্রবীণ আলেম আল্লামা আবুল কাশেম নুরীর ইন্তেকাল

জানাযা ও দাফন সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৮:১৪ পিএম

রাউজানের প্রবীণ আলেমেদ্বীন ইয়াছিন নগর শেখ নুর আহম্মদ চৌধুরী বাড়ি নিবাসী,সাবেক প্রাইমারি প্রধান শিক্ষক, বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক আলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরি মাইজভান্ডারি(রহঃ) বৃহস্পতিবার দুপুর দেড়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর।তিনি স্ত্রী, ৮ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য নাতি নাতনী আত্মিয়স্বজন রেখে যান।

মরহুমের বড় পুত্র গাউছিয়া কমিটির সাবেক হলদিয়া ইউনিয়ন সভাপতি ও স্কুল শিক্ষক মাওলানা আবদুল কাদের কাদেরী জানান আমার বাবা দীর্ঘবছর মাইজভান্ডার তরিকতের খেদমত করেছেন, লেখক ছিলেন, শিক্ষকতা করেছেন, বিভিন্ন মসজিদের খেদমত করেছেন, ওয়াজ নছিহত করতেন, এয়াছিন্নগর তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক ছিলেন, ফকিরটিলা ঈদগাহ ময়দানের খতিব ছিলেন। বিগত কয়েক বছর ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন আমার বাবা। বৃহস্পতিবার রাতে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান উপজেলার নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন