শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীতে পিপি, স্পেশাল পিপি, অতিরিক্ত পিপি, অতিরিক্ত জিপি সহ ৪১ জন নতুন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৮:৪৮ পিএম

পটুয়াখালী জেলার দেওয়ানী ও ফৌজদারী আদালত সমূহে পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর,অতিরিক্ত সরকারী কৌশলী, সহকারী পাবলিক প্রসিকিউটর, সহকারী সরকারী কৌশলী পদে ৪১ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করেছেন সরকার।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগ(জিপি/পিপি) শাখার উপ-সলিসিটর(জিপি/পিপি) মোশতাক আহাম্মদ স্বাক্ষরিত পত্রে জানা গেছে, এ্যাডভোকেট মো: নজরুল ইসলাম বাদলকে পাবলিক প্রসিকিউটর(পিপি),এ্যাডভোকেট মো: নুরজামাল মৃধাকে বিশেষ পাবলিক প্রসকিউটর ,নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ,এ্যাডভোকেট কমল দত্তকে বিশেষ পাবলিক প্রসিকিউটর স্পেশাল জজ আদালত,এ্যাডভোকেট মো: ইউসুফ আলী হাওলাদারকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, এ্যাডভোকেট মো: হারুন অর রশিদ (৩)কে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, এ্যাডভোকেট মো: ফিরোজ আলমকে অতিরিক্ত সরকারী কৌশলী, এ্যাডভোকেট নূর মোহাম্মদ তালুকদারকে অতিরিক্ত সরকারী কৌশলী পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ ছাড়াও ২০ জন সহকারী পাবলিক প্রসিকিউটর এবং ১৪ জন সহকারী সরকারী কৌশলী সহ মোট ৪১ জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন