শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক এখন রইস উদ্দিন আহমেদ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

রইস উদ্দিন আহমেদ সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডে কোম্পানী সেক্রেটারি, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবে স্বার্থকতার সাথে দায়িত্ব পালস করেন। তিনি ২০০৫ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেডে যোগদান করেন। তিনি ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দায়িত্বপ্রাপ্ত হেড অব লিগ্যাল ও কমপ্ল্যায়ান্স হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হেড অব কমপ্ল্যায়ান্স হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের সাবসিডিয়ারি ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিঃ, ইউকে-এর কোম্পানী সেক্রেটারি হিসেবেও দায়িতরত্ব ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগ থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএমএম) ডিগ্রী অর্জনের পর, ১৯৯৪ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, বাংলাদেশ-এ ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে পেশা শুরু করেন। রইসের ব্যাংকিং খাতের বিজনেস, রেগুলেটরি, রিস্ক ম্যানেজমেস্ট ও কোম্পানী বিষয়াদিতে ২৭ বছরের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের কোর রিস্ক ম্যানেজমেন্ট প্রকল্পে অংশগ্রহণ করেন ও এএমএল বিষয়াদিতে খুব কাছ থেকে কাজ করেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন