বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হিটলারের ভূমিকায় মোশাররফ করিম !

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ২:৪৪ পিএম

আসন্ন ঈদকে সামনে রেখে নির্মিত হলো একক নাটক ‘বিজ্ঞাপন’। আশরাফুল চঞ্চল রচিত এ নাটকে একাধিক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার মধ্যে অন্যতম হলো হিটলার চরিত্র।

নাটকের গল্পে দেখা যাবে, দুই অটোরিকশার মালিক মোশাররফ করিম। ভাড়ার টাকায় সংসার চলে তার। কিন্তু অলস সময় কাজে লাগানোর জন্য বাজারের শেষ মাথায় একটি বইয়ের দোকান দেন। কিন্তু কোনো ক্রেতা নেই দোকানে। একদিন মোশাররফ করিম দোকানে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েন এবং একটি স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে। তারপর শুরু হয় বিপত্তি। দোকানের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য উদ্ভট সব কার্যকলাপ শুরু করেন মোশাররফ করিম।

এ বিষয়ে নাটকটির পরিচালক সোহেল রানা ইমন বলেন, ‘এই নাটকে মোশাররফ ভাইকে সাতটি ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে, হিটলারের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে পুরো নাটকটি হচ্ছে মূলত একটি তেলের বিজ্ঞাপন।’

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, নূরে আল নয়ন, নিকোল কুমার, ওয়ালি উল হক রুমি প্রমুখ। ঈদুল ফিতরের চতুর্থ দিন রাত ১১টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন