শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদের নাটকে তৃতীয় লিঙ্গের চরিত্রে তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৩:৪৮ পিএম

ছোট-বড় দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিছুদিন আগেই মুম্বাই থেকে ফিরেছেন বঙ্গবন্ধুর বায়োপিক-এর শুটিং সেরে। টানা দুই সপ্তাহ শুটিং করেছেন সেখানে। ঈদকে সামনে রেখে সম্প্রতি ‘ইঁদুর বিড়াল’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিশা। এখানে প্রথমবারের মতো তিনি অভিনয় করেছেন তৃতীয় লিঙ্গের চরিত্রে। এই নাটকে তিশার সহশিল্পী অভিনেতা ও জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু।

নাটকটি সম্পর্কে তিশা বলেন, ‘নাটকের গল্প দারুণ। লাভলু ভাইয়ের সঙ্গে অভিনয় করেও বেশ ভালো লেগেছে। আশা করছি নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’

‘ইঁদুর বিড়াল’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাজিন আহমেদ বাবু। তিনি বলেন, ‘মূলত একটি কিডন্যাপের ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে নাটকের গল্প। কিন্তু এর মধ্যেই রয়েছে নানা রহস্য। এ রহস্য ভেদ করতে গিয়েই ঘটতে থাকে ইঁদুর-বিড়াল খেলা। ভিন্ন ধরনের গল্পের কারণে নাটকে তিশাকে দেখা যাবে একেবারেই অন্যরূপে। তাই সব মিলিয়ে নাটকটি নিয়ে আমি একটু বেশি আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে। ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি দর্শকদের পছন্দ হবে।’

এই নাটকের পাশাপাশি ঈদে তিশাকে ‘রাত গভীর হয়’ শিরোনামের একটি নাটকেও দেখা যাবে। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। আর বড় পর্দার জন্য তিশার হাতে রয়েছে ‘ভালোবাসার প্রীতিলতা’ ও ‘রক্তজবা’ সিনেমা দুটি। তবে লকডাউনের কারণে আপাতত শুটিং করছেন না তিনি। সরকারি নির্দেশনা মেনে সবার মতো তিশাও রয়েছেন ঘরবন্দি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন