সিলেটে র্যাব-৯ এর এক অভিযানে আটক হয়েছেন এক সুইডেন প্রবাসী। ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় শহরতলীর মেজরটিলা থেকে গ্রেফতার করা হয় এ সুইডেন প্রবাসীকে। গ্রেফতারকৃত খালেদ কুদ্দুস ওরফে আবু সায়েম (৪০) সুইডেন প্রবাসে থাকাকালীন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন বিদ্বেষমূলক মন্তব্য করেন। এর প্রেক্ষিতে আজ ভোর রাতে তাকে গ্রেফতার করে র্যাব। পরবর্তীতে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয় খালেদকে। এব্যাপারে কৃষকলীগ জকিগঞ্জ পৌর শাখার সভাপতি কামরুল ইসলাম ফারুকী মিন্টু বাদী হয়ে আজ (শুক্রবার) দায়ের করেছেন একটি মামলা (নং-৩৩)। গ্রেফতারকৃত খালেদ জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের ইব্রাহিম আলীর পুত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন