শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১ মে, ২০২১, ১২:০৩ এএম

বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থিত বাংলাদেশের প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এই ঋতুতে মহাসাগর থেকে আগত মেঘতাড়িত বায়ুপ্রবাহের সঙ্গে শীতল ও শুষ্ক বায়ু পরষ্পরের সংস্পর্শে এসে প্রলয়ংকারী কালবৈশাখী ঝড়ে রূপ নেয়। এছাড়াও বিগত বছরগুলোতে এই সময়ে সংঘটিত বিভিন্ন ঘূর্ণিঝড়ে নজিরবিহীন জান-মালের ক্ষয়ক্ষতির দৃষ্টান্ত রয়েছে। উপকূলীয় জেলাগুলো ঝুঁকির দিক থেকে সর্বদা প্রথম সারিতে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি সবচেয়ে বেশি কার্যকর। করোনা মহামারীর কারণে যেন এইদিকটি উপেক্ষিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগের পরে করণীয় সম্পর্কে জনগণকে অবহিতকরণ অত্যন্ত আবশ্যক। দুর্যোগে ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ কমাতে এখন থেকেই যথেষ্ট জনবল, আশ্রয়স্থল ও ত্রাণের মজুদ নিশ্চিত করা জরুরি।
মো. রাসেল মিয়া
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abu Nayim ২ মে, ২০২১, ১২:০০ পিএম says : 0
অত্যন্ত যুক্তিযুক্ত মন্তব্য, যে কোন বিপর্যয় আসার আগে ব্যবস্থা গ্রহণ করতে পারলে ক্ষয়ক্ষতি অনকটা এড়িয়ে যাওয়া সম্ভব।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন