শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চালকের আসনে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ১২:০৩ এএম

উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান বাট সেঞ্চুরি তুলে নিতে পারলেন না। ফিরে গেলেন ৯১ রানে। তবে ঠিকই তিন অঙ্কের দেখা পেলেন ফওয়ান আলম। দিনশেষে তিনি অপরাজিত ছিলেন ১০৮ রানে। আর দ্বিতীয় দিনশেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৭৪ রানে। জিম্বাবুয়ের চেয়ে এখন পর্যন্ত বাবর আজমের দল এগিয়ে আছে ১৯৮ রানে।
এরআগে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই মাত্র ১৭৬ রানে গুটিযে যায় জিম্বাবুয়ে। গতকাল বিনা উইকেটে ১০৩ রান নিয়ে শুরু করেছিল কোচ মিসবাহ-উল-হকের দল। তবে শুরুতেই আবিদ আলিকে (৬০) হারায় তারা। আজহার আলি দুর্দান্ত খেলতে থাকলেও ব্যক্তিগত ৩৬ রানে কাটা পড়েন। অধিনায়ক বাবর প্রথম বলেই ফিরে গিয়ে দুঃশ্চিন্তা বাড়ান। কিন্তু ফওয়াদ আলমের চওড়া ব্যাটে ভালোভাবেই দিন শেষ করে পাকিস্তান। রিজওয়ান করেন ৪৫ রান। ফাহিম আশরাফ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। ফওয়াদের সঙ্গে ক্রিজে আছেন হাসান আলি (২১)। স্বাগতিক দলের হয়ে ডোনাল্ড তিরিপানো সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পান মুজাবারানি, নাগভারা ও চিসোরো। আজ এগিয়ে থেকেই শুরু করবে পাকিস্তান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন