মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ৯:৩৭ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশি আটক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্ত আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৬ এর কাছ থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
বিজিবি ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএফ’র হাতে আটক রাশেদুল ইসলাম (২৫) রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকালে রাশেদুল ইসলামসহ বেশ কয়েকজন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশে সীমান্তপথে ভারতে অনুপ্রবেশ করেন। পরে রাতে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতীয় ৬ গুটালু বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের তাড়া করেন। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও রাশেদুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, ঘটনা জানার পর আমরা বিএসএফের সংশ্লিষ্ট ক্যাম্পে যোগাযোগ করেছি। তারা রাশেদুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।


তিনি বলেন, রাশেদুলকে ফেরত চাওয়া হয়েছে। কিন্তু বিএসএফ এখন পর্যন্ত কোনো প্রত্যুত্তর দেয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন