শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরো আন্তরিকতা নিয়ে সংলাপ চালাতে সম্মত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০২ এএম

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠী ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। দুইপক্ষই বলেছে, তারা আরো গতিসম্পন্ন ও আন্তরিক আলোচনা করবে। ইরান আগে থেকেই বলে আসছিল যে, আলোচনার অন্য পক্ষ তেমন একটা আন্তরিক নয় এবং শিগগিরি আলোচনা থেকে ভালো কোনো ফল বেরিয়ে না এলে তারা ভিয়েনা বৈঠক বর্জন করবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা শনিবার ভিয়েনায় তৃতীয় দফা আলোচনা শেষ করেছেন। পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনা এবং ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে ভিয়েনায় আলোচনা চলছে। ২০১৮ সালে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার আগে থেকেই তিনি এই সমঝোতায় ফেরার কথা বলছেন। এর ধারাবাহিকতায় ভিয়েনায় আলোচনা চলছে। অবশ্য, এখন পর্যন্ত সে আলোচনা থেকে বড় কোনো সফলতা আসেনি। ইরনা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন