বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শহীদ জিয়ার পদক প্রত্যাহারের সিদ্ধান্ত জনগণ মানবে না-আমীর খসরু

প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে এ সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। তিনি বুধবার বিকালে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রামের রাজনীতিবিদ, পেশাজীবী, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উত্তর জেলা বিএনপির সদস্য ও সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার সাকিলা ফারজানাও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপি নেতা নাজিম উদ্দিন, জাহিদুল করিম কচি, পেশাজীবী নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন